রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩শে জুলাই) ২০২০ ইং তারিখ সন্ধা সাড়ে ঘটিকার সময় ১টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অপারেশনটি রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ০৭-নং ওয়ার্ডের অধ্যাপক মোঃ মোকসেদ আলীর বভবের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর পরিচালনা করে বিপুল পরিমান গাঁজা ও অন্যান্য দ্রব্যাদিসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ১। মোঃ সাইফুর রহমান (৪৯) (ড্রাইভার), পিতা- মৃত মকবুল হোসেন, সাং- পশ্চিম ফুলমতি, থানা- ফুলবাড়ি, জেলা- কুড়িগ্রাম, ২। মোঃ সোয়াকুল বাবর তালুকদার @ সোহাগ (৪৮) গাড়ির (হেলপার), পিতা- মোঃ মহতাব উদ্দিন তালুকদার, বর্তমান সাং- সংকরপুর ফয়জেরপাড়া, থানা- বদরগঞ্জ, জেলা- রংপুর, স্থায়ী সাং- পশ্চিম সরালিয়া, থানা- মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট। এই মাদক ব্যাবসায়ীদের কাছে থেকে যথাক্রমে, (ক) ১৭ কেজি ৭০০ গ্রাম গাঁজা, (খ) নগদ ২৫০০/- (দুহাজার পাঁচশত) টাকা, (গ) ০২ টি মোবাইল ফোন, (ঘ) ০৩ টি সীমকার্ড, (ঙ) ০১ টি মেমোরীকার্ড, (চ) ০১ প্রাইভেটকার উদ্ধার করা হয়। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
মাদক ব্যবসায়ী মোঃ সাইফুর রহমান ও মোঃ সোয়াকুল বাবর তালুকদার @ সোহাগ মাদকদ্রব্য গাঁজাগুলো নাটোর জেলার হইতে সংগ্রহ করে রাজশাহী জেলায় বিক্রয় করার উদ্দেশ্যে প্রশাসনের নজর এড়িয়ে প্রাইভেটকার যোগে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ০৭-নং ওয়ার্ডের অধ্যাপক মোঃ মোকসেদ আলীর ভবনের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ীদ্বয়কে ধৃত করতে সক্ষম হয়েছেন।
অভিযানটি পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি বৃহস্পতিবার (২৩শে জুলাই) ২০২০ ইং র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প থেকে রাত্রি ৮টার দিকে ই-মেইলের মাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।